কেন এক এর পর এক হুমকির মুখে পড়ছেন কঙ্গনা? তবে কি বাধা আস্তে চলেছে তার upcoming মুভি “Emergency ” রেলিসে ?
বর্তমানে ভীষণ চর্চায় রয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত তার upcoming মুভি “Emergency ” নিয়ে। মুভিটি এই মাস এর ৬ তারিখে রিলিস হতে চলেছে। একটি ধামাকাদার শক্তিশালী চরিত্রে দেখা যেতে চলেছে কঙ্গনা কে এই মুভিতে। কিন্তু মুক্তির আগেই নানা রকম কন্ট্রোভার্সি র
মুখে এই ছবি। মেলেনি সেন্সর বোর্ড এর সার্টিফিকেট ও। ধর্ষণ ও প্রাণনাশক হুমকির মুখে অভিনেত্রী ও তার টীম।
আমাদের সকলের প্রিয় প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করেছেন কঙ্গনা এই ছিবিতে । এই ছবি নিয়ে তার অনেক প্রত্যাশা ও আছে. তিনি অনেক ভালোবাসার সাথে মুভিটি প্রচার ও করেছেন। তার সকল অনুগামীরাও প্রত্যাশাতে আছে ছবিটি রিলিস হওয়ার। কিন্তু মুভিটির ট্রেইলার রিলিস এর পর ই বিতর্কের মুখে পরে এবং ক্রমাগত হুমকি ও আস্তে থেকে অভিনেত্রীর কাছে। এই বিতর্ক বা হুমকির প্রভাবে আদেও ৬ই সেপ্টেম্বর মুভিটি মুক্তি পাবে কি না থিয়েটার এ তা নিয়ে সংশয় অনেক ?
#Emergency pic.twitter.com/Klko20kkqY
— Kangana Ranaut (@KanganaTeam) August 30, 2024
তিনি টুইটার এর একটি ভিডিও র মাধ্যমে তার কাছে আসা বিভিন্ন হুমকি নিয়ে মুখ খুলেছেন। তার বলা কথার মধ্যে এ ও উঠে আসে যে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) এর সদস্যরা হুমকি পাচ্ছেন ক্রমাগত এই মুভি নিয়ে।এখনো এই মুভিটি সেন্সর থেকে সার্টিফিকেট পায়নি। তার x এর পোস্ট এ তিনি বলেন “মিসেস গান্ধীর হত্যাকাণ্ড, জর্ণাইল সিং ভিন্দ্রানওয়ালে এবং পাঞ্জাবের দাঙ্গা দেখাতে আমাদের উপর প্রচুর চাপ রয়েছে। তাহলে আর কী দেখানো হবে, আমি জানি না.” তিনি আরো বলেন “এটি আমার জন্য অবিশ্বাস্য সময়, এবং এই দেশের পরিস্থিতির জন্য আমি অত্যন্ত দুঃখিত,” ।
বিশেষত কয়েকদিন আগে শিরোমনি গুরুদ্বারা প্রবন্ধক কমিটি ও অস্ট্রেলিয়া শিখ কাউন্সিল ‘এমার্জেন্সি’ ছবিটিকে নিষিদ্ধ করার দাবি জানায়। এর পরপরই শিরোমণি অকালি দল সেন্সর বোর্ডে চিঠি দিয়ে কঙ্গনা রানাউতের ‘এমার্জেন্সি’র মুক্তি আটকানোর আবেদন জানায়। তাঁদের অভিযোগ, ছবিটি ভুয়ো তথ্যে ভরা এবং মুক্তি পেলে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হতে পারে। এই বিতর্কের মুখে পরেই বার বার বাঁধা পাচ্ছে ‘এমার্জেন্সি’র মুক্তি। তবে পরবর্তী মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি নির্মাতা দের দিক থেকে। আদেও কি সফল ভাবে মুক্তি পাবে “Emergency”?কতটাই বা হিট করবে বক্স অফিস এ এখন ভাবার বিষয়।
[…] আরও পড়ুন : লাগাতার প্রাণনাশ […]