Laapataa Ladies: ২০২৫ এর অস্কার এর মঞ্চে ‘লাপাতা লেডিজ়’ এর হাত ধরেই প্রতিনিধিত্ব করবে ভারত।

 

Laapataa Ladies: কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিজ়’ ছবির হাত ধরে ২০২৫ এর অস্কার এর মঞ্চে  প্রতিনিধিত্ব করবে ভারত।এতো বড় একটা খুশির খবর জানার পর কি বলছেন ছবির নির্মাতারা ?

Laapataa Ladies oscar:

কিরণ রাও পরিচালিত ও আমির খান এর প্রোডাকশন ও বিপ্লব গোস্বামীর চিত্রনাট্যে এ তৈরী স্বল্প বাজেটের নারীকেন্দ্রিক ছবি “লাপাতা লেডিজ” এই বছরেই মুক্তি পেয়েছে।বউ-বদলের প্রেক্ষাপটে সাজানো এই সিনেমা ইতিমধ্যেই দর্শক দেড় মন কেড়েছে। এই ছবি শুধু বড়ো পর্দায় নয় নেটফ্লিক্স (Watch on Netflix)এর মতো ott প্লাটফর্ম এ ও মুক্তি পেয়েছে। এই স্বল্প বাজেট এর মুভিটি বক্স অফিসে ও বাজিমাত করেছে। ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া (FFI) এর তরফ থেকে সোমবার জানা গিয়েছে ৯৭ তম অস্কারের মঞ্চে বিদেশি ভাষার ছবির বিভাগে নোমিনেশন এ সিলেক্ট হয়েছে কিরণ রাও এর পরিচালনায়  “লাপাতা লেডিজ”

প্রতি বছরের মতো এই বছর ও ফিল্ম ফেডারেশন বাছাই করা কিছু ছবি অস্কার এর জন্য পাঠিয়েছিলেন ।মোট ২৯ টি ছবির তালিকায় রণবীর কাপুরের অ্যানিমাল,প্রভাসের কল্কি ,রাজকুমার রাও-এর শ্রীকান্ত এর সঙ্গে রয়েছে হনু-মান,চন্দু চ্যাম্পিয়ন,স্যাম বাহাদুর,বীর সাভারকর, গুড লাক, আর্টিকেল 370 মালয়ালম ছবি অ্যাটম এর  মতো সিনেমা।সেই সমস্ত ছবির মধ্যে থেকেই অস্কার এর জন্য নোমিনেশন এ জায়গা করা নিয়েছে এই ছবি “লাপাতা লেডিজ”।

আরও পড়ুন :গান গাওয়ার সময় আইফোন ছুড়লেন এক দর্শক

কি বলছেন এই ছবির নির্মাতারা ?

সোমবার এই খুশির খবর জানার পর চলচ্চিত্র নির্মাতা কিরণ রাও বলেছেন , ‘আমার ছবি  ৯৭তম একাডেমি পুরস্কারে ভারতের প্রতিনিধিত্ব করবে, এ জন্য আমি গভীরভাবে সম্মানিত এবং আনন্দিত’ তিনি আরও বলেন, “সিনেমা হলো অর্থপূর্ণ আলোচনা জাগিয়ে সমস্ত  সীমানা অতিক্রম করে  হৃদয়কে সংযুক্ত করার  শক্তিশালী এক মাধ্যম। আমি আশা করছি , এই ছবিটি  ভারতের মতোই বিশ্বের সকল  দর্শকদের মন ছুঁয়ে যাবে। নির্বাচক কমিটিকে এবং যারা এই কাজ করেছেন এবং বিশ্বাস রেখেছেন, তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই।” 

এই ফিল্মটির প্রযোজক আমির খান  খবরটি শুনে খুব খুশি হয়ে  কিরণ রাও, পুরো দল, নেটফ্লিক্স এবং নির্বাচক কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, “এই খবর শুনে আমরা সবাই খুবই  আনন্দিত। কিরণ এবং তার পুরো দলের জন্য আমি গর্বিত। আমি ভারতের চলচ্চিত্র ফেডারেশনের নির্বাচক কমিটিকে ধন্যবাদ দিতে চাই, যারা আমাদের ফিল্মটিকে অস্কারে ভারতের প্রতিনিধিত্ব করার জন্য বেছে নিয়েছেন।” তিনি সঙ্গে বলেন  “আমাদের দর্শক, মিডিয়া এবং পুরো চলচ্চিত্র জগতকে আমার আন্তরিক ধন্যবাদ, যারা ‘লাপাতা লেডিস’কে এত ভালোবাসা এবং সমর্থন করেছেন। ধন্যবাদ জিও এবং নেটফ্লিক্সকেও, যারা আমাদের সাথে দারুণভাবে কাজ করেছে। আমি খুব খুশি যে আমাদের সব পরিশ্রম সফল হয়েছে। ধন্যবাদ সবাইকে। আশা করছি ‘লাপাতা লেডিস’ এই একাডেমির সদস্যদের মন জয় করতে পারবে,”

 

 ‘লাপাতা লেডিজ’ ছবির কাহিনিকার বাঙালি বিপ্লব গোস্বামী একটি সংবাদ মাদ্ধমে জানান “নস্টালজিক লাগছে, জীবনের শুরুর দিনের কথাগুলো খুব মনে পড়ছে। সারাজীবন সিনেমা নিয়েই পড়াশোনা করেছি, সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের ছাত্র আমি । ওঁনার শহরেই বসে এই সুখবরটা পেলাম। আমার লেখা ছবি অস্কারে যাচ্ছে, এটা ভাবতেই ভালো লাগছে।” তিনি আরো বলেন “ছবিটি দেখার পর সব স্তরের মানুষ আমাদের প্রশংসা করেছেন, ঠিক সেই মুহূর্তেই মনে মনে হয়েছিল এর একটা ইউনিভার্সাল আবেদন আছে। সেই দিক থেকেই এটা অস্কারের মঞ্চে যাওয়ার জন্য ভারতের আনুষ্ঠানিক এন্ট্রি হিসাবে মনোনীত হয়েছে। খুবই ভালো লাগছে।”

আরও পড়ুন : Ramayana: The Legend Of Prince Rama

৯৬ তম অস্কার এর মঞ্চে ভারতের সাফল্য :

গত বছর অস্কার এর মঞ্চে কার্তিকি গনসালভেস এবং গুনীত মঙ্গারের ডকুমেন্টারি ‘দ্য এলিফ্যান্ট হুইস্পার্স’ সেরা তথ্যচিত্রের পুরস্কার জিতেছে।এসএস রাজামৌলিরপরিচালনায়  ‘আরআরআর’ ছবির গান  ‘নাটু নাটু’ সেরা গানের জন্য অস্কারের মঞ্চে পুরস্কার অর্জন করেছে। শৌনক সেনের ‘অল দ্যাট ব্রেথস‘ সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্মের ক্যাটাগরিতে  পুরস্কার অর্জন করে ভারতকে সম্মানিত করেছে।  

 

One thought on “Laapataa Ladies: ২০২৫ এর অস্কার এর মঞ্চে ‘লাপাতা লেডিজ়’ এর হাত ধরেই প্রতিনিধিত্ব করবে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *