Mithun Chakraborty : এই বছরই দাদাসাহেব ফালকে পুরস্কার ঝুলিতে আসতে চলেছে বাঙালি জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর। বাংলাকে আবারো গর্বিত করবেন এই খ্যাতনামা অভিনেতা।
ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে এই সুখবরটি , এই বছরই দাদাসাহেব ফালকে পুরস্কার ঝুলিতে আসতে চলেছে বাঙালি জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর। বাংলাকে আবারো গর্বিত করবেন এই খ্যাতনামা অভিনেতা। আগামী ৮ই অক্টোবর এই সম্মানে সম্মানিত হবেন তিনি। ইতিমধ্যেই কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব(Ashwini Vaishnaw) এক্স (টুইটার) হ্যান্ডেল এ এই কথা ঘোষণা করেছেন।
তিনি লেখেন, ‘কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তীকে ভারতীয় চলচ্চিত্রে অসাধারণ অবদানের ও কৃতিত্বের জন্য পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে দাদাসাহেব ফালকে বাছাই জুরি। আগামী ৮ অক্টোবর ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানের মঞ্চে তাঁর হাতে এই পুরস্কার তুলে ওনাকে সম্মানিত করা হবে।
বছর এর শুরুতেই মিঠুন চক্রবর্তী পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছেন, যা দেশের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার।এর আগেও এই কিংবদন্তি অভিনেতা তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন, যা ভারতীয় সিনেমায় একজন অভিনেতার জন্য অন্যতম সম্মানজনক অর্জন। এর পরই তিনি আবারো দাদাসাহেব ফালকে আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত হবেন যা ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য সরকারি সর্বোচ্চ স্বীকৃতি।
আরও পড়ুন : শেষ নিশ্বাস ত্যাগ করলেন Maggie Smith
এই খবর জানার পর কি প্রতিক্রিয়া মিঠুন সহ টলিপাড়ার অন্যানদের ?
সংবাদ সংস্থাকে মিঠুন বলেন, ‘আমি ভাষা হারিয়ে ফেলেছি । হাসতেও পারছি না, কাঁদতেও পারছি না। এটা আমার জন্য বিশাল ব্যাপার। কলকাতার সাধারণ একটা ছেলেকে মানুষ যে এতো ভালোবাসা দিয়েছে , তা আমার কাছে অমূল্য। এই সম্মান আমি আমার পরিবার এবং বিশ্বজুড়ে থাকা ভক্তদের উৎসর্গ করতে চাই।’
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর জন্মদিনে এই সুখবর আসায় তিনি বলেন, ‘এই মুহূর্তটা আমাদের সবার উদযাপন করা উচিত। মিঠুন দা আমার কাছে সবসময় অনুপ্রেরণা। এত বছর ধরে অভিনয়ের গুণে তিনি দেশের সেরা অভিনেতাদের মধ্যে অন্যতম হয়ে উঠেছে । দাদাকে আমার প্রণাম।’ঋতুপর্ণা সেনগুপ্ত জানান, ‘আমি ভীষণই খুশি। এই পুরস্কার মিঠুন দার প্রাপ্য। উনি আমাদের সবার জন্য অনুপ্রেরণা। সম্প্রতি আমি তাঁর “কাবুলিওয়ালা” দেখে কেঁদেছি। উনি আমাদের দেশের এক গর্ব।’পরমব্রত চট্টোপাধ্যায়ও বলেন, ‘যেদিন থেকে সিনেমা বুঝতে শিখেছি, দাদার কাজ দেখে আসছি। আজও তিনি একই উদ্যম নিয়ে কাজ করছেন।’
চলচিত্র জীবন
মৃণাল সেনের সাথেই অভিনয় এর পথে প্রবেশ মিঠুন চক্রবর্তীর। মিঠুনের প্রথম সিনেমা মৃগয়া (১৯৭৬) যার জন্য তিনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।মিঠুনের ক্যারিয়ারের অন্যতম সেরা সিনেমা ‘ডিস্কো ড্যান্সার’এই ছবিতে নাচ এবং অভিনয়ের জন্য ভক্তদের কাছে “ডিস্কো ড্যান্সার” নামেই পরিচিতি পান তিনি। তার অন্যতম হিট ছবিগুলোর মধ্যে রয়েছে ‘পেয়ার ঝুকতা নহি’ ,’অগ্নিপথ’ ,’সুরক্ষা’ ,’বক্সার’ ,’কাবুলিওয়ালা’ ,’তাহাদের কথা’ ।মিঠুন চক্রবর্তী তাঁর দীর্ঘ ও সফল ক্যারিয়ারে ৩৫০টিরও বেশি ছবিতে কাজ করেছেন। তিনি শুধু হিন্দি নয়, বাংলা, ওডিয়া, ভোজপুরি, তামিল, তেলুগু, কন্নড় এবং পাঞ্জাবি চলচ্চিত্রসহ বিভিন্ন ভাষার সিনেমায় অভিনয় করেছেন। বিভিন্ন ভাষার ছবিতে অভিনয় করে তিনি ভিন্ন ভিন্ন দর্শকদের মন জয় করেছেন এবং কাজের জন্য প্রশংসাও পেয়েছেন।
আরও পড়ুন : Bahurupi সিনেমার লক্ষীলাভ
ছোটবেলার কথা
১৬ জুন, ১৯৫০ সালে কলকাতায় জন্ম গ্রহণ করেন গৌরাঙ্গ চক্রবর্তী ওরফে আমাদের সবার প্রিয় মিঠুন চক্রবর্তী। কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে অভিনয়ের উপর প্রশিক্ষণ নেন। শুরুর দিকে তিনি রাজনৈতিকতার সাথে যুক্ত থাকলেও , পরে অভিনয় জগতে পা রাখেন। তিনি বাংলার ছেলে হলেও অভিনয়, নাচ ও বহুমুখী প্রতিভার জন্য বলিউডে নিজের আলাদা জায়গা তৈরি করেছেন। ১৯৭০ ও ১৯৮০ দশকে তারকা খ্যাতি অর্জন করেন তিনি। দক্ষতা ও বহুমুখী প্রতিভার জন্য আজও ভারতীয় চলচিত্রে ওনার জনপ্রিয়তা অটুট।
One thought on “Mithun Chakraborty :দাদাসাহেব ফালকে পুরস্কার পেতে চলেছেন জনপ্রিয় এই অভিনেতা।”