Ranveer Allahbadia: বিখ্যাত এই ইউটিউবার এর ক্যারিয়ার কি তবে শেষ এর পথে?

 

Ranveer Allahbadia : বড় বড় দুটি ইউটিউব চ্যানেল হ্যাক হওয়ার পর ইউটিউবার রণবীর আল্লাহবাদিয়া র  সোশ্যাল মিডিয়া পোস্ট-এ শেয়ার করলেন “তবে কি আমার ক্যারিয়ারের শেষ?”।

 

 ইউটিউবে ক্যারিয়ার এর পথে হঠাৎ বাধা, এক ঝটকায় রাতারাতি ডিলিট হলো দু দুটি চ্যানেল । বিশিষ্ট ভারতীয় ইউটিউবার রণবীর আল্লাহবাদিয়া র বিশেষ দুটি চ্যানেল যা কিনা ভারতের সবথেকে বড়ো পডকাস্ট চ্যানেল হিসাবে পরিচিত ছিল রাতারাতি তা ডিলিট হয়ে গিয়েছে । ইউটিউবার রণবীর আল্লাহবাদিয়ার প্রথম চ্যানেল Beer Biceps এবং দ্বিতীয় চ্যানেল যেটা নিজের নাম এই খোলা অর্থাৎ Ranveer Allahbadia চ্যানেলটি হ্যাক হয় বুধবার রাত এ। রণবীর এর এর Beer Biceps চ্যানেলের নাম পরিবর্তন করে “@Elon.trump.tesla_live2024” রাখা হয়, এবং তাঁর ব্যক্তিগত চ্যানেল Ranveer Allahbadia র নাম পরিবর্তিত হয় “@Tesla.event.trump_2024” নামে। 

 

কিছুদিন আগেই এমন ঘটনা ঘটেছে  ভারতের সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল এর সাথেও। হ্যাকার রা ভারতের সুপ্রিম কোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি হ্যাক করেছে সম্প্রতি। সেই ঘটনার এ পুনরাবৃত্তি ঘটে রণবীর এর চ্যানেল গুলির সাথেও। হ্যাকাররা প্রায় দুই চ্যানেলের সমস্ত সাক্ষাৎকার এবং পডকাস্ট এর ভিডিও গুলি ডিলিট করে  দেয় এবং পুরোনো কিছু  এলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্পের ইভেন্টের স্ট্রিমিং ভিডিও আপলোড করে চ্যানেল দুটিতে। বর্তমানে Beer Biceps বা Ranveer Allahbadia নাম ইউটিউবে সার্চ করলে এখন “This page isn’t available. Sorry about that. Try searching for something else.” মেসেজ টি স্ক্রিন এ  দেখা যাচ্ছে।

আরও পড়ুন :  Bhool Bhulaiyaa 3

এই ঘটনার পর রণবীর এর রিঅ্যাকশন 

সম্প্রতি ইউটিউবার রণবীর আল্লাহবাদিয়া তার সোশ্যাল মিডিয়া পোস্ট এ জানান যে তিনি এখন মুম্বাই তে আছেন ।কিছুদিন আগেই তিনি সিঙ্গাপুর ছিলেন । এই ঘটনার পর তিনি ইনস্টাগ্রাম এ @beerbiceps একাউন্ট থেকে কিছু পোস্ট করেন যার একটায় তিনি তার পছন্দের খাবার ভেগান বার্গার এর ছবি শেয়ার করেছেন সঙ্গে ক্যাপশন এ লেখা “আমার দুই প্রধান চ্যানেল হ্যাক হওয়ার সেলিব্রেশন করছি আমার প্রিয় খাবার এর সাথে । ভেগান বার্গার। BeerBiceps-এর মৃত্যু মানে ডায়েটের ও মৃত্যুও।মুম্বাই ফিরে এলাম” ।

 

তিনি আরো একটি পোস্ট করেন যেখানে চোখে মাস্ক পরে একটি সেলফি শেয়ার করেছেন এবং ক্যাপশন এ জিজ্ঞাসা করার মতো করে লিখেছেন “এটাই কি আমার YouTube ক্যারিয়ারের শেষ? আপনাদের সবাইকে ভালোবাসা।”

 

রণবীর এর চ্যানেল সম্বন্ধে  কিছু কথা 

২২ বছর বয়সে ইউটিউব ক্যারিয়ার শুরু করে রণবীর আল্লাহবাদিয়া।BeerBiceps চ্যানেল তার ক্যারিয়ার এর প্রথম ইউটিউব চ্যানেল। প্রথমে ফিটনেস ,এক্সারসাইজ ভিডিও ,ডায়েট প্ল্যান এসব দিয়েই তার জার্নি শুরু হলেও ধীরে ধীরে চ্যানেলটির  গ্রোথ হয় ও মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার হয়।  পরবর্তী কালে এই চ্যানেলে তিনি পডকাস্ট আপলোড করতে থাকেন। বিশিষ্ট বিশিষ্ট রাজনৈতিক মানুষ থেকে শুরু করে বড়ো সেলিব্রিটি ,ধর্মগুরু তা তার চ্যানেল এর প্রধান অতিথি হয়ে নিমন্ত্রিত থাকতো। Ranveer Allahbadia নাম এর চ্যানেলটিতে হিন্দিতে পডকাস্ট দিতেন তিনি। বর্তমানে তার সাতটি YouTube চ্যানেল আছে এর মধ্যে TRS clips English, TRS clips হিন্দি, BeerBiceps Shorts এবং Ranveer Allahbadia Shorts এগুলি উল্লেখযোগ্য বর্তমান এ  প্রায় ১.২ কোটি সাবস্ক্রাইবার রয়েছে এই বিশিষ্ট ইউটিউবারের। 

আরও পড়ুন : অস্কার এর মঞ্চে ‘লাপাতা লেডিজ়’ 

One thought on “Ranveer Allahbadia: বিখ্যাত এই ইউটিউবার এর ক্যারিয়ার কি তবে শেষ এর পথে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *