Bajaj Housing Finance IPO Details

PREMIER ENERGIES এর IPO র পর বাজারে লগ্নিকারী দের লাভ এর মুখ দেখতে IPO আইপিও আনতে চলেছে  গৃহঋণদানকারী সংস্থা বাজাজ হাউজিং ফিন্যান্স।

আসুন জেনে নি এই UPCOMING IPO র খুঁটিনাটি তথ্য –

কোম্পানি সম্বন্ধে : বহু প্রাচীন সংস্থা  বাজাজ গ্রুপের একটি অংশ হলো বাজাজ হাউসিং ফিনান্স (Bajaj Housing Finance Limited) যারা ২০০৮ থেকে তাদের পথচলা শুরু করে। ২০১৫-য় ন্যাশনাল হাউজিং ব্যাঙ্কের সঙ্গে চুক্তিবদ্ধ হয় এই সংস্থা।  ২০১৮ থেকে সম্পত্তির নিরিখে গৃহঋণ দেওয়া শুরু করেছেবাজাজ হাউজিং ফাইন্যান্স ব্যক্তিগত এবং কর্পোরেট গ্রাহকদের জন্য বাড়ি এবং বাণিজ্যিক স্থাপনার ক্রয় ও সংস্কারের জন্য কাস্টমাইজড আর্থিক সমাধান প্রদান করে। তাদের বন্ধকী পণ্যের মধ্যে রয়েছে-

  • (i) গৃহঋণ,
  • (ii) সম্পত্তির বিপরীতে ঋণ (LAP),
  • (iii) ভাড়ার ছাড়, এবং
  • (iv) ডেভেলপার ফাইন্যান্স।

তথ্য অনুযায়ী এই বছর এর মার্চ মাসের রিপোর্ট বলছে তাদের গ্রাহক সংখ্যা ৩ লক্ষ ৮ হাজার ৬৯৩ বলে জানা গিয়েছে।বর্তমানে দেশের ২০টি রাজ্য ও ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ২১৫টি শাখা হয়েছে বাজাজ হাউজিং ফিন্যান্সের।

Bajaj Housing Finance IPO logo

কত দিন পর্যন্ত চলবে IPO র এপ্লিকেশন : চলতি মাসের ঠিক দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে এপ্লিকেশন । ৯ সেপ্টেম্বর খুলবে যার আইপিও সাবস্ক্রিপশনের উইন্ডো চলবে ১১ই সেপ্টেম্বর পর্যন্ত। শেয়ার বরাদ্দ 12 সেপ্টেম্বর হবে এবং allotment না হলে ঐদিন ই refund হয়ে যাবে , এবং তালিকা(listing ) 16 সেপ্টেম্বর হবে। অ্যাঙ্কর বিনিয়োগকারীরা 6 সেপ্টেম্বর বিড করবে।

Bajaj Housing Finance IPO Details

IPO Date September 9, 2024 to September 11, 2024
Listing Date 16 Sep, 2024
Price Band ₹66 to ₹70 per share
Lot Size 214 Shares
Total Issue Size₹6,560.00 Cr
Retail (Min) ₹14,980

IPO আরো তথ্য ও বর্তমান GMP :বাজাজ হাউজিং ফিন্যান্স (Bajaj Housing Finance) তার বহু প্রতীক্ষিত আইপিওর প্রাইস ব্যান্ড প্রতি শেয়ার 66-70 টাকা নির্ধারণ করেছে বলে জানা গিয়েছে এখনো পর্যন্ত । এই আইপিওর মাধ্যমে বাজারে 3,560 কোটি টাকা পর্যন্ত ইক্যুইটি শেয়ারের নতুন ইস্যু হবে এবং বাজাজ ফিন্যান্সের 3,000 কোটি টাকার ইক্যুইটি শেয়ারের অফার ফর সেল (OFS) থাকবে। ইস্যুটির 50 শতাংশ যোগ্য প্রাতিষ্ঠানিক ক্রেতাদের (QIB), 35 শতাংশ খুচরা বিনিয়োগকারীদের এবং 15 শতাংশ অ-প্রাতিষ্ঠানিক (HNI) বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত। ধরা যায় , বাজাজ হাউজিং ফিন্যান্সের শেয়ারগুলি গ্রে মার্কেটে তাদের ইস্যু মূল্যের চেয়ে 55 টাকা বেশি দামে লেনদেন করছে, যা ইঙ্গিত দেয় যে পাবলিক ইস্যু থেকে প্রায় 79.29 শতাংশ লিস্টিং লাভের আশা করা হচ্ছে। তবে, গ্রে মার্কেট প্রিমিয়াম (GMP) বাজারের condition এর  উপর নির্ভর করে এবং সময়ে সময়ে পরিবর্তিত হতে পারে। এই IPO র প্রধান পরিচালকদের মধ্যে উঠে এসেছে কোটাক মাহিন্দ্রা ক্যাপিটাল, বোফা সিকিউরিটিজ ইন্ডিয়া, অ্যাক্সিস ক্যাপিটাল, গোল্ডম্যান স্যাক্স

 

Bajaj Housing Finance IPO Allotment Status

Check Status:   Kfin Technologies Limited
Phone: 04067162222, 04079611000
Email: bhfl.ipo@kfintech.com
Websitehttps://kosmic.kfintech.com/ipostatus/

2 thoughts on “UPCOMING IPO : সেপ্টেম্বর এ বাজার কাঁপাতে আসছে BAJAJ IPO ,৬৫০০ কোটির উপর স্টক এ লগ্নি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *