“আমেরিকার মতো জায়গায়  মাঝরাতে খাবার পাওয়া যায় না, তবে মুম্বাই ,কলকাতাতে রাতে কেউ খালি পেটে থাকে না” আর জি কর বিতর্ক নিয়ে কোনো আলোচনায় না গিয়ে শহরে এসে কলকাতা নিয়ে প্রশংসা বিক্রান্তের।

 

শহর জুড়ে আর জি কর বিতর্ক চলছে সঙ্গে আবহাওয়া ও খারাপ। সকাল থেকে শুরু হয়েছে অঝোরে বৃষ্টি সেই সবকিছুই উপেক্ষা করে কোলকাতাতে একটি “টক্ শো” তে উপস্থিত হলেন “12th Fail” এর অভিনেতা বিক্রান্ত মেসি। ১০৩ ডিগ্রি জ্বর ,শারীরিক অসুস্থতা নিয়েও কলকাতা কে ভালোবেসে উপস্থিত হলেন তিনি এই অনুষ্ঠানে। শহরের বর্তমান বিতর্ক নিয়ে কোনো কথা না বলে সোজাসুজি প্রশংসা করেন তিনি কলকাতা নিয়ে। 

কি বলেছেন বিক্রান্ত?

অনুষ্ঠানের শুরুতেই বিক্রান্ত অনুরোধ করেন সাংবাদিকদের কোনও বিতর্কিত প্রশ্ন তুলবেন না  বিশেষ করে সাম্প্রতিক হওয়া বিতর্ক  নিয়ে। তবুও ওই অনুষ্ঠানের  মঞ্চে সাম্প্রতিক বিতর্কিত ঘটনা নিয়ে প্রশ্ন উঠলে তিনি বলেন “অনেকেই আমেরিকার আভিজাত্য নিয়ে মুগ্ধ হন, কিন্তু মাঝরাতে খাবার খুঁজে পাওয়া যায় না সেখানে। মুম্বই বা কলকাতায় কিন্তু এমনটা হয় না। এখানে রাতবিরাতে খিদে পেলে খাবার মিলবেই, কেউ খালি পেটে থাকে না।”।

 

আরও পড়ুন : টেক্কা মুভি ও আর জি কর

নারী সুরক্ষা নিয়েও কথা বলেন বিক্রান্ত। তিনি জানান ধর্ষণের মতো অপরাধের শাস্তি হওয়া উচিত ফাঁসি। একজন নারীর নিরাপত্তা শুধু সিনেমার সেটেই সীমাবদ্ধ নয়, বরং সমাজের প্রতিটি স্তরে তা নিশ্চিত করা উচিত। পুরুষ হিসেবে এ ধরনের অপরাধের কথা ভাবলেও লজ্জা লাগে। তিনি আরো বলেনশুধু নারীদের নয়, প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি

নিজের জীবন নিয়েও আলাপচারিতা করেন তিনি। মাত্র ১৬ বছর বয়সে  রোজগার করার পথ শুরু করেছিলেন শুধুমাত্র বাবাকে সাহায্য করার জন্য এবং নিজের পড়াশোনার খরচ চালাতে। ছোট পর্দা দিয়ে ক্যারিয়ার শুরু করে ধীরে ধীরে বড় পর্দা ও ওয়েব সিরিজে জায়গা করে নেন এই অভিনেতা। আত্মউপলব্ধি থেকে তিনি বলেছেন , “আপনি আন্তরিকভাবে পরিশ্রম করুন, সৎ থাকুন। সাফল্য নিজেই আপনার কাছে আসবে।”

বিক্রান্তের মতে জীবন চালাতে টাকা যেমন  খুবই প্রয়োজন,আবার  শুধুমাত্র সুখী জীবন নয় আত্মবিশ্বাস বাড়ানোর জন্যও  টাকা থাকা দরকার” । তার মতে, যারা বলেন অর্থ অশান্তির মূল কিংবা অর্থ দিয়ে সব কেনা যায় না—তারা কিছুটা ভুল বলেন । অর্থ একজনকে স্বাবলম্বী হতে এবং নিজের প্রতি আস্থা তৈরি করতে সাহায্য করে, যা একজন মানুষকে ভালো রাখতে সহায়ক। তবে, বিক্রান্ত এ-ও মনে করেন, অর্থোপার্জন ছাড়া জীবনে আর কোনও লক্ষ্য থাকবে না, এমনটাও  ঠিক নয়।

Sector 36:

কিছুদিন আগেই নেটফ্লিক্স এ রিলিজ হয়েছে “সেক্টর ৩৬”। আদিত্য নিম্বালকার পরিচালিত একটি বাস্তব ঘটনা কে কেন্দ্র করে নিঠারি হত্যাকাণ্ডের প্রেক্ষাপট  তৈরি হয়েছে ‘সেক্টর ৩৬’-এর চিত্রনাট্য। এক হাড় হিম করা সাইকো কিলার এর চরিত্রে অভিনয় করেছেন বিক্রান্ত এই সিরিজ এ । দীপক ডোবরিয়াল কে ও একজন পুলিশ অফিসার এর চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে । এই সিরিজ এ দুই অভিনেতার চরিত্রই  দর্শকদের  কাছে অনেক প্রশংসা পেয়েছে। 

One thought on “Vikrant Massey: “টক্ শো ” তে এসে কোলকাতা নিয়ে প্রশংসা করলেন বিক্রান্ত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *