Vodafone Idea Share: আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা ভোডাফোনের ১.৮৬ কোটির শেয়ার কিনলেন গত ৬ই সেপ্টেম্বর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (NSE) এর তথ্য থেকে জানা গিয়েছে।

 

Aditya Birla Group এর স্টেক বাড়ানো :

দেশেরতৃতীয় বৃহত্তম টেলিকম অপারেটর সংস্থা এখন  ভোডাফোন আইডিয়া (Vodafone Idea) ১.৮৬ কোটি শেয়ার কিনলেন বিড়লা (Aditya Birla Group) গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা (Kumar Mangalam Birla) গত ৬ই সেপ্টেম্বর। ভোডাফোনে আগে থেকেই স্টেক ছিল বিড়লা  গ্রুপ এর এই চেয়ারম্যান এর । ভোডাফোন কোম্পানি তে নিজের স্টেক বাড়ানোর জন্য এই পদক্ষেপ নিলেন তিনি । ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (NSE) এর তথ্য থেকে জানা গিয়েছে এই খবর সঙ্গে জানা যায় পিলানি ইনভেস্টমেন্টও(Pilani Investment) একই দিনে ৩০ লাখ এর শেয়ার কিনেছে।

 

ভোডাফোন এর শেয়ার পতন (Decline):

ঠিক এই ঘটনার পরই ভোডাফোন আইডিয়ার শেয়ারের দাম ৬ই সেপ্টেম্বর ১১% এরও বেশি কমের দিকে গিয়েছে , কারণ ব্রোকারেজ সংস্থা গোল্ডম্যান স্যাচস (Goldman Sachs) তাদের বিক্রয়(sell ) রেটিং বজায় রাখার কারণে  এবং স্টকের জন্য মূল্য লক্ষ্যমাত্রা( price target) ₹২.৫ নির্ধারণ করেছিল।এটি সেই সময়ের স্তর থেকে প্রায় ৮০% সম্ভাব্য পতনের (downfall)ইঙ্গিত নির্দেশ করেছিল। 

ভোডাফোন আইডিয়া লিমিটেডের শেয়ারের দাম গত চারটি ট্রেডিং সেশনের মধ্যেএই নিয়ে  তৃতীয়বার পড়ে গেছে। ভোডাফোন আইডিয়ার শেয়ার গত পাঁচ দিনে প্রায় ১২% কমেছে বলে জানা যায় । গত এক মাসে এটি বিনিয়োগকারীদের সম্পদের প্রায় ১৮% লসকে নির্দেশ করেছে । এছাড়াও, গত ছয় মাসে শেয়ারের মূল্য ৪% এরও বেশি হ্রাস পেয়েছে। বছরের শুরু থেকে এখন পর্যন্ত কোম্পানির শেয়ার ২২% এরও বেশি পড়ে অর্থাৎ কমের দিকে গেছে। দীর্ঘমেয়াদে দেখতে গেলে, গত পাঁচ বছরে শেয়ারের দাম মাত্র  ১৪৪% রিটার্ন পেয়েছে ।

 

ভবিষ্যৎ চ্যালেঞ্জ:

বিদেশী ব্রোকারেজসংস্থা  আগামী ৩-৪ বছরে ভোডাফোন আইডিয়ার বাজার অংশীদারিত্বে আরও ৩০০ বেসিস পয়েন্টের পতনের(decline) পূর্বাভাস দিয়েছে বলে জানা যায়. তাদের মত এ প্রতিযোগী টেলিকম অপারেটর সংস্থাগুলি  ভোডাফোন আইডিয়ার তুলনায় অন্তত ৫০% বেশি পুঁজি ব্যয় করবে বলে আশা করা হচ্ছে। এর পাশাপাশি, আরো বলে কোম্পানির উপর বিশাল AGR (Adjusted Gross Revenue) এবং স্পেকট্রাম সম্পর্কিত পরিশোধের দায়িত্ব রয়েছে, যা ২০২৬ অর্থবছর থেকে শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন : Bajaj Housing finance

 

ভোডাফোন আইডিয়ার অর্থ সংগ্রহের পরিকল্পনা:

তবে এখনও জানা যায়নি যে কুমার মঙ্গলম বিড়লা কি চুক্তি করে ও কত টাকা খরচ করে ভোডাফোনের ১ কোটির বেশি শেয়ার কিনেছেন। ৬ই  সেপ্টেম্বর ভোডাফোন আইডিয়ার শেয়ার ১৪.৭৪ টাকায় খোলে এবং ১৩.৩৫ টাকায় বন্ধ হয়। ক্লোজিং দাম  বিবেচনা করলে, বিড়লার ১.৮৬ কোটি শেয়ার কিনতে প্রায় ২৪.৮ কোটি টাকা খরচ হতে পারে বলে ধরা যায় , এবং পিলানি ইনভেস্টমেন্টের ৩০ লাখ শেয়ারে খরচ হতে পারে প্রায় ৪ কোটি টাকা। ভোডাফোন আইডিয়া টেলিকম সংস্থা র বর্তমান পরিকল্পনা অনুযায়ী  ডেটের মাধ্যমে তারা বাজার থেকে ২৫ হাজার কোটি টাকা সংগ্রহের চেষ্টা করবে বলে জানা গিয়েছে ।

 

( মনে রাখবেন : উপরের তথ্যগুলি শুধুমাত্র জানার উদ্দেশ্যে দেওয়া হয়েছে। অবশই মনে রাখবেন , বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের  পরামর্শ নেবেন।)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *