বহু বছর পর গদর ২ এর ধরে অভিনয় জগৎ এ ফিরে এলেন আমিশা প্যাটেল সঙ্গে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা সানি দেওল কে । ২০০১ সালে মুক্তি পায় বলিউডের ব্লকবাস্টার ছবি ‘গদর এক প্রেম কথা’ ।ছবিটির জনপ্রিয়তার কারণ এ ছবিটি খুবই হিট হয়। তার এ সিকুয়েল ছবিটি গদর ২ ।আগামী ১১ অগাস্ট মুক্তি পেতে চলেছে গদর ২। ছবিটি প্রযোজনা করছেন অনিল শর্মা প্রোডাকশন সংস্থা। আমিশা প্যাটেল সেই প্রোডাকশন সংস্থা র উপর ই বিস্ফোরক মন্তব্য করে বলেছেন খাবার ও যাতায়াতের বিল নাকি এখনো দেননি প্রযোজক । মে মাসে চন্ডীগড়ে এই ছবির শুট চলছিল ।চন্ডীগড়ে ঘটা ঘটনার উদ্দেশ্যে তিনি শুক্রবার টুইট এ জানিয়েছেন ‘অনেকেই জানতে চান যে অনিল শর্মা প্রোডাকশন থেকে অনেক টেকনিশিয়ান, মেকআপ আর্টিস্ট, কস্টিউম ডিজাইনার তাঁদের সঠিক পারিশ্রমিক ও যোগ্য পাওনা নাকি পায়নি। এই খবর সত্যি। কিন্তু জি স্টুডিয়ো এই প্রযোজনায় পা রাখে ও নিশ্চিত করে যে একটা প্রফেশনাল কোম্পানি তারা, তাই সকলের যোগ্য পাওনা তারা দেবে।’ তিনি আরো জানান যে থাকার ব্যবস্থা, যাতায়াতের ব্যবস্থা, চন্ডীগড়ের শেষ দিনের শ্যুটিং, এমনকী খাওয়ার বিলও বাকী ছিল। কাস্টের বেশ কয়েকজনকে যাতায়াতের গাড়ি অবধি দেওয়া হয়নি। তাঁদের নিজেদের দায়িত্বেই যেতে হয়। কিন্তু অনিল শর্মা প্রোডাকশন যে সমস্যাগুলো তৈরি করেছিল, জি স্টুডিয়ো সেগুলো সংশোধন করে নেয়। তিনি অভিযোগ জানানোর পাশাপাশি কয়েকজন কে ধন্যবাদও জানিয়েছেন এবং বলেছেন পরবর্তী সময়ে নয়া প্রযোজনা সংংস্থা সেই সমস্যা মিটিয়েছে।
