গোটা দেশজুড়ে বিতরকের মুখে শাহরুখ খান ও দীপিকা পাডুকোন অভিনীত ছবি পাঠান | গত 12 ডিসেম্বর মুক্তি পেয়েছে এই সিনেমার গান ‘ বেশরম রং’|
তারপর থেকে চারিদিকে তোলপাড় চলছে নায়িকার পরনের গেরুয়া বিকিনি কি তবে হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করলো? বহু নেটিজেনদের প্রশ্ন কেন নায়িকা কে পড়ানো হলো এমন পোশাক ? এমনকি মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী নরোত্তম মিশ্র ছবিটি বয়কট এর দাবি করেন |এমনকি এই ছবির নায়ক নায়িকা সহ আরো কিছু কলাকুশলী কলাকুশলীদের বিরুদ্ধে আইনি অভিযোগ দায়ের করা হয়েছে| দেশের বহু দক্ষিণপন্থী সংগঠনগুলো দীপিকার খোলামেলা পোশাক নিয়ে মন্তব্য করেছেন বাদ যায়নি নেট দুনিয়ায় একাংশ | এই চরম বিতরকের মাঝে ‘বেশরম রং’ গানে অভিনীত শাহরুখ ও দীপিকার রোমান্সের বহু দৃশ্য এবং বিশেষভাবে নায়িকার পরনের গেরুয়া বিকিনির দৃশ্য বাদ দেওয়ার আরজি গেছে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন এর কাছে | ইতিমধ্যে জানা গিয়েছে যে ওই ছবির বেশকিছু দৃশ্য বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড এমনকি ছবির নির্মাতাদের কাছে কিছু দৃশ্যের পরিবর্তনের কথা বলা হয়| বোর্ডের চেয়ারপারসন প্রসূন জসি জানিয়েছেন যে সিবিএফসিসির বিশেষ কমিটি পাঠান ছবিটি খতিয়ে দেখেছে এবং ইয়াশ রাজ ফিল্মস ও নির্মাতাদের কাছে বেশকিছু পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে |মুভি মুক্তির আগে সেই পরিবর্তনগুলো করা অবশ্যই দরকার| তিনি আরো বলেন “ আমাদের দেশের সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ প্রত্যেক নাগরিকের মনে পরস্পরের প্রতি বিশ্বাস আছে উন্মাদনায় ভাষার কারণে সত্য ও বাস্তবকে দূরে সরানো চলবে না দর্শক ও ছবির নির্মাতাদের মধ্যে যে বিশ্বাসের সম্পর্ক আছে তার মর্যাদা রাখা অত্যন্ত জরুরী এবং এটি খুবই গুরুত্বপূর্ণ” | ছবিটি সেন্সর বোর্ডের নির্দেশ অনুযায়ী পরিবর্তন করলে ক্লিনচিট সহ মুক্তি পাবে বড় পর্দায়|
বিশ্বজুড়ে শাহরুখ অনুগামীরা অপেক্ষায় রয়েছে এই ছবি মুক্তির | শোনা গিয়েছে 25 শে জানুয়ারি মুক্তি পেতে চলেছে ‘পাঠান’| এখন দেখার বিষয় যে নির্মাতারা কি সমস্ত পরিবর্তন করে ছবিটি পঁচিশে জানুয়ারি প্রকাশ করবে নাকি পিছবে এই ছবির রিলিজ ডেট|