Rajinikanth: সোমবার গভীর রাতে চেন্নাইয়ের অ্যাপোলো হসপিটালে ভর্তি করা হয়েছে ৭৬ বছর বয়সী সাউথ সুপারস্টার রজনীকান্ত কে। বর্তমানে তিনি কিছুটা স্থিতিশীল অবস্থা তে আছেন বলে জানা গিয়েছে।
রজনীকান্ত অর্থাৎ সকলের প্রিয় ‘থালাইভা’ হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। সোমবার গভীর রাতে চেন্নাইয়ের বেসরকারি অ্যাপোলো হসপিটালে ভর্তি করা হয়েছে ৭৬ বছর বয়সী সাউথ সুপারস্টার রজনীকান্ত কে। বর্তমানে তিনি কিছুটা স্থিতিশীল অবস্থা তে আছেন বলে জানা গিয়েছে।
কি কারণে হসপিটালে ভর্তি হয়েছেন ?
হঠাৎ করেই হৃদরোগ সংক্রান্ত কারণেই অসুস্থ হয়ে পড়েন তিনি ফলে। ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে অর্থাৎ সোমবার মধ্যরাতে চেন্নাইয়ের বেসরকারি হসপিটালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় এই বর্ষীয়ান অভিনেতাকে। যদিও পরিবার বা হাসপাতালের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিকভাবে খবর জানানো হয়নি। তবে সূত্রের মাদ্ধমে জানা গিয়েছে তার বর্তমান অবস্থা স্থিতিশীল রয়েছে, এবং তিনি শীঘ্রই চিকিৎসার মাধ্যমে আরো সুস্থ হয়ে উঠবেন।
আরও পড়ুন : দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন Mithun da
তিনি ২০১০ সালে গুরুতর কিডনি সমস্যায় ভুগেছিলেন, এবং চিকিৎসকদের পরামর্শে তাকে বিভিন্ন ওষুধ খেতে হয়েছিল পরে ২০১৬ সালে, রজনীকান্ত বিদেশে গিয়ে কিডনি প্রতিস্থাপন করেছিলেন। তিনি কিডনি প্রতিস্থাপনএর চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন। পরবর্তীকালে আবারো ২০২০ তে , উচ্চ রক্তচাপের কারণে তিনি আবারো হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং সেসময় চিকিৎসকরা তাকে পূর্ণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। এসব নানা শারীরিক জটিলতার কারণেই তিনি রাজনীতি ও ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন।
বর্তমানে কোন সিনেমার কাজ করছিলেন?
সুপারস্টার রজনীকান্তের ক্যারিয়ারের অন্যতম সেরা সিনেমা গুলির মধ্যে রয়েছে বাশা (Baasha), শিবাজি: দ্য বস (Sivaji: The Boss) , কাবালি (Kabali) , এন্থিরান (Enthiran) ইত্যাদি। সম্প্রীতি ২০২৩ এ রিলিজ হওয়া জেলার (Jailer) মুভিটি বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করেছে। ৭৬ বছর বয়সী এই বর্ষীয়ান অভিনেতা বর্তমানে দুটি মুভিতে কাজ করছেন।সেগুলি হলো পরিচালক জ্ঞানভেল রাজার ভেট্টিয়ান, এবং লোকেশ কানারাজের কুলি। পরিচালক জ্ঞানভেল রাজার ভেট্টিয়ান ছবিটি আগামী ১০ অক্টোবর বড়ো পর্দায় মুক্তি পেতে চলেছে।
2 thoughts on “Rajinikanth:দক্ষিণী অভিনেতা রজনীকান্ত কেন ভর্তি হলেন চেন্নাই এর হসপিটালে ?”