Govinda: বাড়িতে অস্ত্র পরিষ্কার করার সময় অসচেতন ভাবে গুলি লেগে জখম হন গোবিন্দা। ঘটনাটি ঘটে তার নিজের মুম্বাই এর বাড়িতে। মঙ্গলবার কলকাতা আসার কথা ছিল গোবিন্দার।
ঘটে গেল অঘটন এই বলিউড অভিনেতার সাথে। বাড়িতে অস্ত্র পরিষ্কার করার সময় অসচেতন ভাবে গুলি লেগে জখম হন গোবিন্দা। ঘটনাটি ঘটে তার নিজের মুম্বাই এর বাড়িতে। মঙ্গলবার কলকাতা আসার কথা ছিল গোবিন্দার। আজ সকালেই নিজের লাইসেন্স বন্দুক থেকেই অসচেতন ভাবে গুলিবিদ্ধ হন তিনি। এই ঘটনার পরই তাড়াতাড়ি করে হসপিটালে ভর্তি করা হয় এই অভিনেতাকে।
হসপিটাল থেকে কি বার্তা জানালেন গোবিন্দা ?
এই ঘটনার পরই হাসপাতাল থেকে সকলের উদ্যেশে কিছু বলেছেন গোবিন্দা। অভিনেতা সবাইকে জানালেন, “নমস্কার, প্রণাম। আমি গোবিন্দা। আপনাদের আশীর্বাদ, মা-বাবার আশীর্বাদ এবং গুরুজির কৃপায় আমার শরীর থেকে গুলিটি বের করা হয়েছে। আমি হাসপাতালের ডাক্তারদের ধন্যবাদ জানাই। আপনাদের প্রার্থনা সফল হয়েছে।”
আরও পড়ুন : রজনীকান্ত কেন ভর্তি হলেন হসপিটালে ?
কি ঘটেছিলো গোবিন্দর সাথে ?
মঙ্গলবার কলকাতায় আসার প্রস্তুতি নিচ্ছিলেন গোবিন্দ ঠিক তার আগেই বাড়িতে নিজের অস্ত্র পরিষ্কার করছিলেন দুর্ঘটনাবশত তার রিভলভার থেকে গুলি বেরিয়ে তার পায়ে লাগে।মুম্বাই পুলিশ এর তরফ থেকে জানা গিয়েছে এই ঘটনা ঘটে মঙ্গলবার ভোর ৪.৪৫ নাগাদ। পুলিশ আরও নিশ্চিত করেছে যে গোবিন্দার আঘাত তেমন গুরুতর নয়। সঙ্গে সঙ্গে মঙ্গলবার সকালে গোবিন্দাকে মুম্বাই এর ক্রিটি কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনার পর গোবিন্দার ম্যানেজার শশী সিংহ জানিয়েছেন, “গোবিন্দা কলকাতা যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন, তখন তার লাইসেন্সপ্রাপ্ত রিভলভারটি আলমারিতে রাখতে গিয়ে হাত থেকে পড়ে যায় এবং গুলি তার পায়ে লাগে। ডাক্তার গুলিটি বের করে দিয়েছেন এবং তার অবস্থা স্থিতিশীল। তিনি এখনও হাসপাতালে আছেন।”
এই ঘটনা ঘটার সময় গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজা মুম্বাইয়ে ছিলেন না। আহুজা জানিয়েছেন, তাকে জানানো হয়েছে যে তার স্বামী এখন সুস্থ আছেন এবং বিপদমুক্ত। বর্তমানে গোবিন্দার মেয়ে হাসপাতালে তার সঙ্গে আছেন।
আরও পড়ুন : দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন Mithun da
পপারাজ্জি অ্যাকাউন্ট varindertchawla-র পোস্ট থেকে জানা গিয়েছে গোবিন্দার ভাগ্নে কৃষ্ণার স্ত্রী ক্যাশ্মিরা গোবিন্দাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন যদিও দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে ঝামেলা এখনো মেটেনি তবুও , এই বিপদের মুহূর্তে ক্যাশ্মিরা সেই সব বাদ দিয়ে হাসপাতালে আসেন, যা তাদের সম্পর্কের পরিবর্তন স্পষ্ট করে।
এই ঘটনার পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে অভিনেতা গোবিন্দার সঙ্গে ফোনে কথা বলেন, তার স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। মুখ্যমন্ত্রী হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন যাতে গোবিন্দার যথাযথ যত্ন নেওয়া হয় এবং তার দ্রুত আরোগ্য নিশ্চিত করা হয়।