বাড়ির পাশ থেকে চললো গুলি এই পাঞ্জাবি গায়ক ও রেপার এর।

ap dhillon

 

বিষ্ণোই গ্যাং এর ক্ষোভ এর মুখে ইন্দো – কানাডিয়ান পাঞ্জাবি সিঙ্গার এ পি ধিলন |  সালমান এর পর এবার তার এ ঘনিষ্ঠ এ পি ধিলন এর বাড়ির কাছে চললো গুলি। দায় স্বীকার করলো বিষ্ণোই গ্যাং।

Ap Dillon with salman

গত রবিবার গভীর রাতে এ পি ধিলন এর বাড়ির পশে শোনা  গেল গুলির আওয়াজ। বর্তমান এ কানাডার ভ্যানকুভারের ভিক্টোরিয়া আইসল্যান্ডে থাকেন তিনি। একটি ভিডিও র মাদ্ধমে এই খবর টি ছড়িয়ে পরে। ঘটনাটির পিছনে উঠে আসে বিষ্ণই গ্যাং এর মেম্বার রোহিত গোধরা র নাম যিনি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এর কাছের লোক। 

 

“নিজের সীমা অতিক্রম করলে কুকুর এর মতো মারবো  ” সোশ্যাল মিডিয়া র পোস্ট এ স্পষ্ট হুমকির বার্তা জানিয়েছে বিষ্ণই গ্যাং। তারপরই ঠিক ১লা সেপ্টেম্বর গভীর রাত এ কানাডার ঠিক ২টো জায়গা  ভিক্টোরিয়া আইসল্যান্ড এবং উডব্রিজ, টরেন্টো থেকে গোলাগুলির ঘটনা শুনতে পাওয়া যায়। বিষ্ণই গ্যাং ও রোহিত গোধরা এই  ঘটনার দায়ভার নিলেও কানাডা পুলিশের কাছে এখনো কোনো সঠিক প্রমান নেই বলেই জানা গিয়েছে সূত্রের মাদ্ধমে। 

কিছুদিন আগেই ধিলন এর “Old Money ” নামে একটি গান রিলিস হয় । গানটিতে বলিউড এর দুই বিখ্যাত অভিনেতা সালমান খান ও সঞ্জয় দত্ত   কে দেখা যায়। ভিডিওটি দেখতে কিছুটা অ্যাকশন ফিল্মের মতো , যেখানে দেখা গিয়েছে  পাঞ্জাবি গায়ক এবং তার বন্ধুরা একটি মিশনে নামে। খানের ভাই তাদের সতর্ক করে দেন যে, এবার তিনি তাদের বাঁচাতে আসবেন না, কিন্তু শেষ পর্যন্ত তাকে তাদের  রক্ষা করতেই হয় । এ ছাড়াও দেখা যায়  সঞ্জয় দত্ত ধিলনকে হুমকি দেন, কিন্তু যখন তিনি জানতে পারেন যে ধিলন সালমান খানের পরিচিত , তখন তাকে ছেড়ে দেন।

গানটির ঠিক রিলিস এর পরই হুমকির মুখে পরে পাঞ্জাবি সিঙ্গার। সালমান এর সাথে ঘনিষ্ঠ হওয়ার প্রভাবে কি এই সমস্যার সম্মুখীন হয় ধিলন। এই বছর এর ১৪ই এপ্রিল  ভোরবেলা সালমান খান এর  বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে চালানো হয় গুলি।সলমানের সঙ্গে বিষ্ণোই গ্যাং-এর শত্রুতা বহু পুরোনো। অভিনেতার বিরুদ্ধে কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ রয়েছে, যা বিষ্ণোই সম্প্রদায়ের পরম আরাধ্য। প্রকাশ্যে এসে ক্ষমা না চাইলে সলমনকে অন-ক্যামেরা প্রাণে মারার হুমকি ও  দিয়েছিলেন লরেন্সএর  বিষ্ণোই গ্যাং। 

এটাই প্রথম নয় এর আগেও  ২০২২ এ পাঞ্জাবি গায়ক সিদ্ধু মুসেওয়ালা  ও ২০২৩ এ রাষ্ট্রীয় রাজপুত কর্ণি সেনার প্রধান সুখদেব সিং গোগামেদির হত্যাকাণ্ডে অভিযুক্ত হিসেবে উঠে এসেছে বিখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এর গ্যাং এর নাম। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *